Ek Tuku Choiya Lage - Bappi Lahiri
একটুকু ছোয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফা ল্গুনি
একটুকু ছোয়া লাগে
একটুকু কথা শুনি
কিছু পলাশের নেশা
কিছু বাচা পায় নেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি
রচি মম ফা ল্গুনি
একটুকু ছোয়া লাগে
একটুকু কথা শুনি
যেটুকু কাছেতে আসে ক্ষনিকে আকে ফাকে
চকিত মনের কোনে স্বপনে ছবি আকে
যেটুকু কাছেতে আসে ক্ষনিকে আকে ফাকে
চকিত মনের কোনে স্বপনে ছবি আকে
যেটুকু যায় রে দূরে
ভাবনা কাপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি
রচি মম ফা ল্গুনি
একটুকু ছোয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফা ল্গুনি
একটুকু ছোয়া লাগে
একটুকু কথা শুনি