Lyrics :
শ্যাম সুন্দর গিরিধারী
মানস মধুবনে মধুমাধবী সুরে
মূরলী বাজাও বনচারী
মধুরাতে হে হৃদয়েশ
মাধবী চাঁদ হয়ে এসো
হৃদয়ে তুলিও ভাবেরই উজান
রস যমুনা বিহারী
অন্তর মন্দিরে প্রীতি ফুলশয্যায়
বিলাস করো লীলা বিলাসী
আঁখির প্রদীপ জ্বালি
শিয়রে জাগিয়া রব
শ্যাম তব রূপ পিয়াসী
কত সাধ আশা গেল ঝরিয়া
পরো তাই গলে মালা করিয়া
নূপুর হইব তব চরণে
গাঁথি মম নয়নের বারি ।